বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

Rumi's life changing thoughts & opinions will surely give you an opportunity to think about life twice.....



Maulana Jalaluddin Rumi was a 13th century Persian poet, an Islamic dervish and a Sufi mystic. He is regarded as one of the greatest spiritual masters and poetical intellects. Born in 1207 AD, he belonged to a family of learned theologians.

Rumi was an evolutionary thinker. He had an open mind and an open heart; and shared his wisdom with the world. Some of his thoughts are truly eye opening and thought provoking. Here are some gems from the ocean of Rumi’s wisdom.
Enjoy and peace to all. 





                                                                         Jalāl ad-Dīn Muhammad Rūmī



“Raise your words, not voice.
 It is rain that grows flowers, not thunder.”

“Everything in the universe is within you. Ask all from yourself.” 

“Be grateful for whoever comes, because each has been sent as a guide from beyond.” 

“You are not a drop in the ocean. You are the entire ocean in a drop.”

“You were born with wings, why prefer to crawl through life?”

“Yesterday I was clever, so I wanted to change the world. Today I am wise, so I am changing myself.”

“The wound is the place where the Light enters you.”

“If you are irritated by every rub, how will your mirror be polished?”


“If you are looking for a friend who is faultless, you will be friendless.”

“Silence is the language of God,  all else is poor translation.”

“Stop acting so small. You are the universe in 

ecstatic motion.”


“What you seek is seeking you.” 

“When you do things from your soul, you feel a river moving in you, a joy.”

“There is a candle in your heart, ready to be kindled.
 There is a void in your soul, ready to be filled.
 You feel it, don't you?”



                                                                  - collected from internet.

শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

Silence is Golden....

'বোবার শত্রু নেই' যে পুরুষ বলেছিল সে নিশ্চয় ছিল অবিবাহিত।   ~রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুরের রসবোধের হাল্কা ঝলকানি দিয়ে শুরু করলাম। যদিও মূল লেখাটা বেশ সিরিয়াস একটি বিষয় নিয়ে। শিরোনাম দেখেই আশা করি পাঠকরা বুঝে গেছেন। চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে সাজানোর। আশা করি আপনাদের ভালো লাগবে।

"কেবলমাত্র তখনি কথা বলুন যখন আপনার বাক্যগুলো নীরবতা থেকে সুন্দর।"   ~ আরবী প্রবাদ

      একটু খেয়াল করলেই দেখবেন, যারা বেশী কথা বলেন, তারা বেশীর ভাগ সময়ই অর্থহীন কথা বলেন। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ জ্ঞানী-গুণীরা স্বল্পভাষণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

চলুন দেখি কি বলেন তাঁরা ..................








আসুন আরো কিছু উক্তি দেখা যাক......





আজ এটুকুই রইল ... .........
হ্যাপি লিভিং ..... :)
                                                                                          ছবিসূত্রঃ ইন্টারনেট






সুখী মানবসন্তান কোনো রূপকথা নয় ...

"Happiness is a journey, not a destination."



নিজেকে সুখী রাখতে হলে আপনাকে কিছুটা কষ্ট করতেই হবে ......

  • মানুষকে নিয়ে আলোচনা বাদ দিতে হবে, মানে পরচর্চা থেকে ১০০ হাত দূরে থাকতে হবে।
উপায়ঃ- পরচর্চা মানে কারো দোষ নিয়ে আপনি আড়ালে সমালোচনা করছেন। দেখুন কারো দোষ নিয়ে সমালোচনা করার আগে একবার ভাবুন তো আপনার কোন দোষ-ত্রুটি আছে কিনা ?
আপনি যদি মানুষ হয়ে থাকেন উত্তরটি অবশ্যই হ্যাঁ হওয়ার কথা। এখন কেউ যদি আপনার আড়ালে আপনাকে নিয়ে আলোচনায় মেতে ওঠে নিশ্চয়ই বিষয়টি আপনার ভালো লাগবে না। খুবই সরল যুক্তি যদি আপনি বুঝতে চেষ্টা করেন।
আর একটি ছোট্ট বিষয় মনে রাখবেন, যে ভদ্রলোক!! আপনার সামনে তৃতীয় কোন ব্যক্তির সম্বন্ধে বিবরণ! দিচ্ছেন, এইটুকু নিশ্চিত থাকুন যে, উনি আড়ালে আপনার নানাবিধ গুণ!! মানুষকে ব্যাখ্যা করেন।

  • আপস/সমঝোতা/compromise - যাই বলিনা কেন, এই বিষয়টি যে সুখী মানুষের মূলমন্ত্র এতে কোনো সন্দেহ নেই। নিজের দিকটা যদি কষ্ট করে ছাড় দিতে শিখে যান তাহলে তো কথাই নেই।
  • নিজের জন্য সময় বের করার চেষ্টা করুন। একান্ত ব্যক্তিগত সময় না রাখলে একসময় দেখবেন আপনি হারিয়ে গেছেন। অনেকে আছেন প্রচুর আড্ডা দিতে ভালোবাসেন, আবার কারো কারো কোনো বন্ধুই নেই। ব্যাপক অর্থে দেখলে দুটোই ক্ষতিকর। মধ্যম পন্থা অবলম্বন শ্রেয়।
  • ছোটবেলা থেকে একটা প্রবাদ আমরা প্রায় সবাই শুনেছি - Ignorance is bliss [If you do not know about something, you do not worry about it.] আসলেই তো তাই......অনেক সময় এড়িয়ে যাওয়া মস্ত বড় বুদ্ধিমানের কাজ। আপনার বন্ধু মানুষ হঠাত রেগে গিয়ে আপনাকে কঠোর কিছু বলে ফেললো, আপনি এড়িয়ে গেলেন আর বন্ধুত্বটা টিকে গেলো।
  • Jealousy/ ঈর্ষাপরায়ণতা- "Jealousy is just a lack of self-confidence".
    another one:
    "Beware of jealousy, for verily it destroys good deeds the way fire destroys wood".  ~ Al-hadith.
    মনে হয় আর ব্যাখ্যার দরকার নেই। আপনাকে সৃষ্টিকর্তা যা দিয়েছেন সেজন্য শুকরিয়া জ্ঞাপন করুন।
শেষ করার আগে আমার খুব প্রিয় একজন লেখকের কয়েকটা লাইন লিখে ইতি টানব।

---> সুখ কোনো অলীক বস্তু নয়। এর জন্য জীবনব্যাপী কোনো সাধনারও প্রয়োজন নেই। প্রভাতের সূর্যকিরণ বা রাতের জোছনার মতোই এও আপনাতেই আসে।          ~ হুমায়ূন আহমেদ

উপহার !

"Life is a gift, if you dare to unwrap it!!"




আমরা পৃথিবীতে আসি অল্প সময়ে জন্য আর এই সময়টুকু ছকবাঁধা কাজকর্মে শেষ হয়ে যায় চোখের পলকে... শেষ সময়ে মনে হয় - বড্ড ভুল হয়ে গেছে  ......
জীবনে উচ্চশিক্ষা, টাকা-পয়সা, মান-সম্মান সবই দরকার আছে। কিন্তু এসবের পেছনেই যদি জীবনটা চলে যায়, আপনি জীবনটাকে উপভোগের সময়টা পেলেন কোথায় ?
আমাদের সময়গুলো কাটে বেশ অদ্ভুতভাবেই। আমরা নিজের জন্য বাঁচি এরকম খুবই কম মানুষকে পাওয়া যাবে। আমাদের শৈশব-কৈশোর কাটে বাবা-মায়ের ইচ্ছায়, তারপর যৌবন কেটে যায় টাকার পেছনে, মধ্যবয়সটা কাটে সংসারের ভাবনায় আর বৃদ্ধকালটা সম্বন্ধে নাইবা বললাম।
এমন কয়জনকে পাওয়া যাবে যে তার মনের কথাটি নির্দিধায় শুনতে পেরেছে।
কিছু কাজ নিজের জন্য, কিছু পরিবারের জন্য, কিছু কাজ মানুষের জন্য করার চেষ্টা করুন। জীবনটা হাহা-হিহি করে কাটিয়ে দেবার জন্য না।
সর্বোপরি একটাই অনুরোধ --
জীবনটা স্রষ্টার দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার, এর সদ্ব্যবহার করুন।
                                      ~ "Don't forget to thank Almighty for what he gives you."