"Life is a gift, if you dare to unwrap it!!"
আমরা পৃথিবীতে আসি অল্প সময়ে জন্য আর এই সময়টুকু ছকবাঁধা কাজকর্মে শেষ হয়ে যায় চোখের পলকে... শেষ সময়ে মনে হয় - বড্ড ভুল হয়ে গেছে ......
জীবনে উচ্চশিক্ষা, টাকা-পয়সা, মান-সম্মান সবই দরকার আছে। কিন্তু এসবের পেছনেই যদি জীবনটা চলে যায়, আপনি জীবনটাকে উপভোগের সময়টা পেলেন কোথায় ?
আমাদের সময়গুলো কাটে বেশ অদ্ভুতভাবেই। আমরা নিজের জন্য বাঁচি এরকম খুবই কম মানুষকে পাওয়া যাবে। আমাদের শৈশব-কৈশোর কাটে বাবা-মায়ের ইচ্ছায়, তারপর যৌবন কেটে যায় টাকার পেছনে, মধ্যবয়সটা কাটে সংসারের ভাবনায় আর বৃদ্ধকালটা সম্বন্ধে নাইবা বললাম।
এমন কয়জনকে পাওয়া যাবে যে তার মনের কথাটি নির্দিধায় শুনতে পেরেছে।
কিছু কাজ নিজের জন্য, কিছু পরিবারের জন্য, কিছু কাজ মানুষের জন্য করার চেষ্টা করুন। জীবনটা হাহা-হিহি করে কাটিয়ে দেবার জন্য না।
সর্বোপরি একটাই অনুরোধ --
জীবনটা স্রষ্টার দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার, এর সদ্ব্যবহার করুন।
~ "Don't forget to thank Almighty for what he gives you."
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন