শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

Silence is Golden....

'বোবার শত্রু নেই' যে পুরুষ বলেছিল সে নিশ্চয় ছিল অবিবাহিত।   ~রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুরের রসবোধের হাল্কা ঝলকানি দিয়ে শুরু করলাম। যদিও মূল লেখাটা বেশ সিরিয়াস একটি বিষয় নিয়ে। শিরোনাম দেখেই আশা করি পাঠকরা বুঝে গেছেন। চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে সাজানোর। আশা করি আপনাদের ভালো লাগবে।

"কেবলমাত্র তখনি কথা বলুন যখন আপনার বাক্যগুলো নীরবতা থেকে সুন্দর।"   ~ আরবী প্রবাদ

      একটু খেয়াল করলেই দেখবেন, যারা বেশী কথা বলেন, তারা বেশীর ভাগ সময়ই অর্থহীন কথা বলেন। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ জ্ঞানী-গুণীরা স্বল্পভাষণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

চলুন দেখি কি বলেন তাঁরা ..................








আসুন আরো কিছু উক্তি দেখা যাক......





আজ এটুকুই রইল ... .........
হ্যাপি লিভিং ..... :)
                                                                                          ছবিসূত্রঃ ইন্টারনেট






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন