"Happiness is a journey, not a destination."
নিজেকে সুখী রাখতে হলে আপনাকে কিছুটা কষ্ট করতেই হবে ......
- মানুষকে নিয়ে আলোচনা বাদ দিতে হবে, মানে পরচর্চা থেকে ১০০ হাত দূরে থাকতে হবে।
আপনি যদি মানুষ হয়ে থাকেন উত্তরটি অবশ্যই হ্যাঁ হওয়ার কথা। এখন কেউ যদি আপনার আড়ালে আপনাকে নিয়ে আলোচনায় মেতে ওঠে নিশ্চয়ই বিষয়টি আপনার ভালো লাগবে না। খুবই সরল যুক্তি যদি আপনি বুঝতে চেষ্টা করেন।
আর একটি ছোট্ট বিষয় মনে রাখবেন, যে ভদ্রলোক!! আপনার সামনে তৃতীয় কোন ব্যক্তির সম্বন্ধে বিবরণ! দিচ্ছেন, এইটুকু নিশ্চিত থাকুন যে, উনি আড়ালে আপনার নানাবিধ গুণ!! মানুষকে ব্যাখ্যা করেন।
- আপস/সমঝোতা/compromise - যাই বলিনা কেন, এই বিষয়টি যে সুখী মানুষের মূলমন্ত্র এতে কোনো সন্দেহ নেই। নিজের দিকটা যদি কষ্ট করে ছাড় দিতে শিখে যান তাহলে তো কথাই নেই।
- নিজের জন্য সময় বের করার চেষ্টা করুন। একান্ত ব্যক্তিগত সময় না রাখলে একসময় দেখবেন আপনি হারিয়ে গেছেন। অনেকে আছেন প্রচুর আড্ডা দিতে ভালোবাসেন, আবার কারো কারো কোনো বন্ধুই নেই। ব্যাপক অর্থে দেখলে দুটোই ক্ষতিকর। মধ্যম পন্থা অবলম্বন শ্রেয়।
- ছোটবেলা থেকে একটা প্রবাদ আমরা প্রায় সবাই শুনেছি - Ignorance is bliss [If you do not know about something, you do not worry about it.] আসলেই তো তাই......অনেক সময় এড়িয়ে যাওয়া মস্ত বড় বুদ্ধিমানের কাজ। আপনার বন্ধু মানুষ হঠাত রেগে গিয়ে আপনাকে কঠোর কিছু বলে ফেললো, আপনি এড়িয়ে গেলেন আর বন্ধুত্বটা টিকে গেলো।
- Jealousy/ ঈর্ষাপরায়ণতা- "Jealousy is just a lack of self-confidence".
another one:
"Beware of jealousy, for verily it destroys good deeds the way fire destroys wood". ~ Al-hadith.
মনে হয় আর ব্যাখ্যার দরকার নেই। আপনাকে সৃষ্টিকর্তা যা দিয়েছেন সেজন্য শুকরিয়া জ্ঞাপন করুন।
---> সুখ কোনো অলীক বস্তু নয়। এর জন্য জীবনব্যাপী কোনো সাধনারও প্রয়োজন নেই। প্রভাতের সূর্যকিরণ বা রাতের জোছনার মতোই এও আপনাতেই আসে। ~ হুমায়ূন আহমেদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন